December 15, 2025 12:09 PM

printer

অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে গুলি বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ১৫ হয়েছে। এই ঘটনায় বাবা ও ছেলেকে আঁততায়ী হিসেবে শনাক্ত করেছে পুলিশ

অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের উৎসব হনুক্কার প্রথম দিন সন্ত্রাসবাদী হামলায় নিহতের সংখ্যা বেড়ে হল ১৫। অস্ট্রেলিয়ার পুলিশ প্রশাসন জানিয়েছে ঘটনায় অভিযুক্ত দুই বন্দুকবাজ বাবা ও ছেলে, যাদের বয়স ৫০ এবং ২৪ বছর। পুলিশের গুলিতে বাবা মারা গেলেও এই মুহুর্তে ছেলে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি রয়েছে। এই ঘটনায় দুই পুলিশ আধিকারিক সহ ৪২ জন আহত হয়েছেন। এছাড়াও ঘটনাস্থল থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র এবং দুটি  বিস্ফোরক আইইডি সংগ্রহ করা হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ একে অত্যন্ত বেদনাদায়ক ও 

হতাশাজনক আখ্যা দিয়েছেন। ইজরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন সার এই ঘটনাকে ইহুদী বিদ্বেষী মনভাবের ফলাফল বলে অভিহিত করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে  ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন যে এই শোকের মুহূর্তে ভারত অস্ট্রেলিয়ার জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। শ্রী মোদী আরও বলেন যে সন্ত্রাসবাদের প্রতি ভারতের জিরো  টলারেন্স নীতি  রয়েছে এবং যে কোন রকম সন্ত্রাসবাদের বিরুদ্ধে  লড়াইকে সমর্থন করে। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।