অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে, ভারতের ইউকি ভামব্রি সুইডিশ আন্দ্রে গোরানসন জুটি পুরুষদের ডাবলসে প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। দশম বাছাই এই জুটি মেক্সিকোর সান্তিয়াগো গঞ্জালেজ এবং নেদারল্যান্ডসের ডেভিড পেলকে ৪-৬, ৭-৬, ৬-৩ গেমে পরাজিত করে শেষ ষোলোতে তাঁদের জায়গা নিশ্চিত করেন। এর আগে, তাঁরা অস্ট্রেলীয় ওয়াইল্ডকার্ড জুটি জেমস ডাকওয়ার্থ এবং ক্রুজ হিউইটকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন।
Site Admin | January 24, 2026 5:27 PM
অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে, ভারতের ইউকি ভামব্রি সুইডিশ আন্দ্রে গোরানসন জুটি পুরুষদের ডাবলসে প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন।