January 24, 2026 5:27 PM

printer

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে, ভারতের ইউকি ভামব্রি সুইডিশ আন্দ্রে গোরানসন জুটি পুরুষদের ডাবলসে প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। 

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে, ভারতের ইউকি ভামব্রি সুইডিশ আন্দ্রে গোরানসন জুটি পুরুষদের ডাবলসে প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। দশম বাছাই এই জুটি মেক্সিকোর সান্তিয়াগো গঞ্জালেজ এবং নেদারল্যান্ডসের ডেভিড পেলকে ৪-৬, ৭-৬, ৬-৩ গেমে পরাজিত করে শেষ ষোলোতে তাঁদের জায়গা নিশ্চিত করেন। এর আগে,  তাঁরা অস্ট্রেলীয় ওয়াইল্ডকার্ড জুটি জেমস ডাকওয়ার্থ এবং ক্রুজ হিউইটকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।