অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিরুদ্ধে পাচঁ ম্যাচের অ্যাশেজ টেস্ট সিরিজ ৪-১ এ জিতে নিয়েছে। সিডনিতে পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে তারা ৫ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে।
৮ উইকেটে ৩০২ রান নিয়ে আজ পঞ্চম দিনে খেলতে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ৩৪২ রানে শেষ হয়। জেকব বেথেল ১৫৪ রান করেন।
ম্যাচ জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে চা পানের বিরতির আগেই লক্ষ্যে পৌঁছে যায়। মার্নাস লাবুশেন ৩৭, জেক ওয়েদেরাল্ড ৩৪ রান করেন। ইংল্যান্ডের জশ টাং তিন উইকেট নেন।
ম্যাচের সংক্ষিপ্ত ফলাফল – ইংল্যান্ড ৩৮৪ ও ৩৪২। অস্ট্রেলিয়া ৫৬৭ ও ৫ উইকেটে ১৬১। ট্র্যাভিস হেড ম্যাচের সেরা ও মিচেল স্টার্ক সিরিজের সেরা হয়েছেন।