অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্ট নতুন দিল্লিতে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছেন। আঞ্চলিক স্থিতাবস্থা বজায় রাখতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং সামরিক সহযোগিতা জোরদার করতে তাদের মধ্যে কথা হয়। অপারেশন সিন্দুর এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ সংক্রান্ত তথ্য স্টুয়ার্টের সামনে তুলে ধরা হয়।
উল্লেখ্য, চলতি মাসের ১৪ তারিখ পর্যন্ত স্টুয়ার্ট চার দিনের সফরে ভারতে রয়েছেন।