অস্ট্রেলিয়ায়, মুষলধারে বৃষ্টি এবং অত্যাধিক বন্যায় নিউ সাউথ ওয়েলস বিচ্ছিন্ন। হাজার হাজার বাসিন্দা এর ফলে চরম সঙ্কটে পড়েছেন।
পূর্ব উপকূল এলাকায় এই বন্যার জেরে ৭’ হাজার ৪০০টি বাড়ির প্রায় ১৬’ হাজার বাসিন্দা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৩’ হাজার ৭০০টি সম্পত্তি ক্ষতিগ্রস্ত। প্রায় ১০০টি স্কুল বন্ধ রাখা হয়েছে। আটটি শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। অস্ট্রেলিয় প্রতিরক্ষা বাহিনী জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ শুরু করেছে। তবে, একটানা বৃষ্টি চলতে থাকায় সেই কাজ ব্যাহত হচ্ছে।