সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ভারত আট বছর পর মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে। নভি মুম্বইয়ের ডক্টর ডি ওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে আজ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ব্যাট করে ৪৯ ওভার ৫ বলে ৩৩৮ রানে অলআউট হয়ে যায়। ফিবি লিচফিল্ড ১১৯, এলিসা পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩ রান করেন। ভারতের হয়ে নালাপুরেড্ডি চরনি , দীপ্তি শর্মা দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৫ উইকেট হারিয়ে ৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। জেমাইমা রড্রিগেজ ১২৭ রানে অপরাজিত থাকেন, অধিনায়ক হরমনপ্রীত কউর করেন ৮৯ রান। অস্ট্রেলিয়ার হয়ে কিম গার্থ , আনাবেল সাদারল্যান্ড দুটি করে উইকেট নেন। একদিনের ক্রিকেট কেরিয়ারে তার সেরা ইনিংস খেলে জেমাইমা ম্যাচের সেরা হয়েছেন। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে নক আউট পর্বে সর্বাধিক রান তাড়া করে জয়ের নজির গরলো ভারত। ভারত এই নিয়ে তৃতীয় বার মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলতে চলেছে। রবিবার নভি মুম্বইতে ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। যে দলই জিতবে প্রথমবার মহিলা একদিনের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হবে।
Site Admin | October 31, 2025 7:48 AM
অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ভারত, মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে
 
		 
									 
									 
									 
									