অসুস্থতার কারণে অলরাউন্ডার অক্ষর প্যাটেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি -২০ সিরিজে আর অংশ নেবেন না। বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদকে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিসিসিআই এর তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অক্ষর বর্তমানে দলের সঙ্গে লখনউতে রয়েছেন। তার স্বাস্থ্যের অবস্থা আরো খতিয়ে দেখা হবে।
নির্বাচক কমিটি লখনউ ও আহমেদাবাদের টি -২০ ম্যাচের জন্য অক্ষরের পরিবর্ত হিসেবে শাহবাজ আহমেদকে দলে নিয়েছে।
পাচঁ ম্যাচের টি -২০ সিরিজে ভারত ২-১ এ এগিয়ে রয়েছে। সিরিজের চতুর্থ ম্যাচ হবে আগামিকাল লখনউতে ।