অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু বলেছেন ভারত সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)-এর কাউন্সিলে পুনর্নির্বাচিত হয়েছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতীয় বিমান চলাচল পরিষেবা বিশ্বব্যাপী উল্লেখযোগ্য স্বীকৃতি অর্জন করেছে। শ্রী নাইডু জানান, তিনি গতকাল আইসিএও-এর ‘কোনো দেশ পিছিয়ে থাকবে না’ উদ্যোগের প্রতি ভারতের সমর্থন পর্যালোচনা করেছেন। উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা প্রদান এবং আইসিএও-এর মান ও প্রস্তাবিত অনুশীলনগুলোর সমন্বয় সাধনের ফলে ভারত একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উঠে এসেছে।