December 9, 2025 3:52 PM

printer

অসামরিক বিমান চলাচল মহানির্দেশালয় (DGCA) ইন্ডিগোকে সব রুটে তাদের উড়ান সূচি পাঁচ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে। 

অসামরিক বিমান চলাচল মহানির্দেশালয় (DGCA) ইন্ডিগোকে সব রুটে তাদের উড়ান সূচি পাঁচ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে।  গত কয়েক দিনে সংস্থাটির বিমান চলাচলে ব্যপক গোলমাল ও লাগাতার উড়ান বাতিলের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষত বেশি চাহিদা ও ঘন ঘন চলাচলকারী রুটে এই নির্দেশ প্রযোজ্য হবে। ডিজিসিএ জানিয়েছে, চলতি বছরের শীতকালীন সূচি অনুযায়ী ইন্ডিগোর জন্য প্রতি সপ্তাহে ১৫ হাজারের বেশি ফ্লাইট ছাড়ার অনুমোদন দেওয়া হয়েছিল।  নভেম্বর মাসে মোট ৬৪ হাজার উড়ান চালানোর কথা থাকলেও ইন্ডিগো ৬০ হাজারেরও কম বিমান চালিয়েছে।

ডিজিসিএ আরো জানিয়েছে যে কর্তৃপক্ষ বিমানের সংখ্যা বাড়ালেও ইন্ডিগো তা দক্ষভাবে পরিচালনা করতে পারেনি। বিমান চলাচল কর্তৃপক্ষ বিমান সংস্থাটিকে আগামীকাল বিকেল ৫টার মধ্যে সংশোধিত সূচি জমা দিতে নির্দেশ দিয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।