December 9, 2025 3:51 PM

printer

অসামরিক বিমান চলাচল মন্ত্রক বিভাগের শীর্ষ আধিকারিকদের বিভিন্ন বিমানবন্দরে গিয়ে বিমান সংস্থাগুলির কাজকর্ম এবং যাত্রী পরিষেবা পর্যালোচনার নির্দেশ দিয়েছে

অসামরিক বিমান চলাচল মন্ত্রক বিভাগের শীর্ষ আধিকারিকদের বিভিন্ন বিমানবন্দরে গিয়ে বিমান সংস্থাগুলির কাজকর্ম এবং যাত্রী পরিষেবা পর্যালোচনার নির্দেশ দিয়েছে। এক সোস্যাল মিডিয়া পোস্টে মন্ত্রক জানিয়েছে পর্যালোচনার সময় যদি কোন ত্রুটি ধরা পড়ে বা যাত্রীদের কাছ থেকে কোন রকম অভিযোগ মেলে সেক্ষেত্রে দ্রুততার সঙ্গে অভিযোগের নিষ্পত্তি করতে হবে। অসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডুর পৌরহিত্যে নতুন দিল্লীতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে দেশে বিমান চলাচলের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। অসামরিক বিমান চলাচল মহানির্দেশালয় DGCA-এর পাশাপাশি মন্ত্রকও অবস্থার দিকে নজর রাখছে বলে জানানো হয়েছে।    

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।