মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 18, 2025 8:24 AM

printer

অসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু দেশ জুড়ে বিমান বন্দরে যাত্রী সেবা দিবস প্রকল্পের উদ্বোধন করেছেন।

অসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু দেশ জুড়ে বিমান বন্দরে যাত্রী সেবা দিবস প্রকল্পের উদ্বোধন করেছেন। একটি বিবৃতিতে তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে দেশের সমস্ত বিমানবন্দরে যাত্রীদের বিশ্ব মানের পরিষেবা দেওয়া সম্ভব হবে। স্বস্থ্ নারী সশক্ত পরিবার অভিযানের অংশ হিসেবে বিমানবন্দরে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রচারের সূচনা করা হয়েছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্দন বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রী নাইডু বলেন, এই উদ্যোগের মাধ্যমে প্রতিটি বিমান যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার যে প্রতিশ্রুতি দিয়েছে অসামরিক বিমান চলাচল মন্ত্রক তা জোরালো হবে।