অসামরিক বিমান চলাচল মন্ত্রী রাম মোহন নাইডু আজ বলেছেন, ইন্ডিগোর সাম্প্রতিক উড়ান বিভ্রাটের কারণে যে সমস্যার সৃষ্টি হয়েছিল তা দ্রুত স্বাভাবিক হচ্ছে। লোকসভায় ইন্ডিগো সংকট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, বিমান সংস্থাটিকে এই বিভ্রাটের কারণে সম্পূর্ণভাবে জবাবদিহির আওতায় আনা হয়েছে।
তিনি আরও বলেছেন, ডিজিসিএ ইতিমধ্যেই ইন্ডিগোকে নোটিশ দিয়েছে এবং তাদের রিপোর্টের ভিত্তিতে কঠোর ও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কোনো বিমান সংস্থা তা যত বড়ই হোক না কেন, পরিকল্পনার ব্যর্থতা ও নিয়ম লঙ্ঘন করে যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি করবে তা মেনে নেওয়া যায় না। শ্রী নাইডু আরও বলেন, স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসা পর্যন্ত সরকার সম্পূর্ণ সতর্ক রয়েছে।