অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ডিজিসিএ ইন্ডিগোকে তাদের চলতি বছরের শীতকালীন উড়ান–সূচী ১০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে। ডিজিসিএ বলেছে, উল্লেখযোগ্যভাবে এই সংস্থার বিমান চলাচলে বিঘ্ন ঘটছে এবং নির্ধারিত সময়সূচী মেনে বিমান উড়ানে ব্যর্থ হয়েছে। তারা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বছরের নভেম্বরে ইন্ডিগোকে ৬৪ হাজার ৩৪৬টি উড়ানের অনুমোদন দেওয়া হয়েছিল, তাতে ৫৯ হাজার ৪৩৮টি উড়ান চললেও, ৯৫১টি বাতিল হয়। এতৎসত্ত্বেও ডিজিসিএ চলতি মরসুমে ৪০৩টি বিমান নিয়ে আরও ৬ শতাংশ উড়ান বৃদ্ধির অনুমতি দিলেও, ইন্ডিগো গত নভেম্বরে মাত্র ৩৪৪টি বিমানকে উড়ান উপযোগী করতে পেরেছিল। ডিজিসিএ আজ বিকেল ৫টার মধ্যে ইন্ডিগোকে একটি সংশোধিত সময়সূচী জমা দিতে বলেছে।
Site Admin | December 10, 2025 11:42 AM
অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ডিজিসিএ ইন্ডিগোকে তাদের চলতি বছরের শীতকালীন উড়ান-সূচী ১০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে