মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 5, 2024 2:27 PM

printer

অসম মন্ত্রিসভা, বিচারপতি বিপ্লব শর্মা নেতৃত্বাধীন কমিটির করা সুপারিশগুলি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।

অসম মন্ত্রিসভা, বিচারপতি বিপ্লব শর্মা নেতৃত্বাধীন কমিটির করা সুপারিশগুলি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। সে রাজ্যের অধিবাসীদের জমি, ভাষা এবং সংস্কৃতি রক্ষায় ৬ নম্বর ধারা নিয়ে এই কমিটি সুপারিশগুলি করেছিল। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা সাংবাদিকদের জানান, কমিটির করা ৬৭-টি সুপারিশের মধ্যে ৫৭-টি আগামী বছর ১৫-ই এপ্রিলের মধ্যে কার্যকর করা হবে।

      মন্ত্রিসভার অন্য একটি সিদ্ধান্তে জানানো হয়েছে, দুর্ঘটনায় মৃত্যু এবং স্হায়ীভাবে অঙ্গহানি ঘটলে সরকারী কর্মচারীরা ১ কোটি টাকার জীবন বীমার সুরক্ষা পাবেন। আংশিক অঙ্গহানি ঘটলে বীমার পরিমাণ হবে ৮০ লক্ষ টাকা। এছাড়াও রাজ্যে নতুন ২০ লক্ষ রেশন কার্ড বিলের সিদ্ধান্ত মঞ্জুর হয়েছে মন্ত্রিসভায়।