July 9, 2024 11:29 AM

printer

অসমে এপর্যন্ত বন্যাজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭২।

অসমে এপর্যন্ত বন্যাজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭২। রাজ্যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ২৭ টি জেলার ২২ লক্ষেরও বেশি মানুষ এখনও দুর্গত। ৩ হাজার ১০০ টি গ্রামে ৪৯ হাজার হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়ে গেছে। জাতীয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী গতকাল ২১৮ জনকে উদ্ধার করেছে। ব্রহ্মপুত্রবরাক এবং  শাখা নদীগুলি বিপদসীমার ওপর দিয়ে বইছে। গতকাল বন্যায় আরও ১২৭ টি রাস্তা এবং দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য সরকার ২৪৫ টি ত্রান শিবির ও ২৯৮ টি ত্রান বণ্টন কেন্দ্র খুলেছে। সেখানে ৫৩ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।