December 20, 2025 2:56 PM

printer

অসমের হোজাই জেলায় রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ৭ টি হাতির মৃত্যু হয়েছে।

অসমের হোজাই জেলায় রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ৭ টি হাতির মৃত্যু হয়েছে। আজ ভোররাতে দুর্ঘটনাটি ঘটে গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে  চাংজুরই গ্রামের কাছে ।

রেল আধিকারিকরা জানিয়েছেন,মূলত ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায়  ট্রেনের পাঁচটি কোচ এবং ইঞ্জিনও লাইনচ্যুত হয়েছে। তবে কোনো যাত্রী আহত হননি।