অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে রাজ্যের প্রায় ৪০ লক্ষ মহিলা রোজগারের বিকল্প মাধ্যম খুঁজে নিয়েছেন। গতকাল মার্গারিটার দেহিং স্পোর্টস কমপ্লেক্সে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা অভিযানের দ্বিতীয় পর্যায়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, রাজ্যে প্রায় ৪ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এগুলি শহর ও গ্রামীন এলাকায় সমাজ অর্থনৈতিক পরিমন্ডলে ব্যাপক রূপান্তর ঘটিয়েছে। প্রায় ৮ লক্ষ মহিলা ইতোমধ্যেই বছরে এক লক্ষ টাকার বেশি রোজগার করছেন বলেও তিনি জানান।
Site Admin | August 25, 2025 10:29 AM
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে রাজ্যের প্রায় ৪০ লক্ষ মহিলা রোজগারের বিকল্প মাধ্যম খুঁজে নিয়েছেন।
