অষ্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কোচ বব সিম্পসন প্রয়াত। আজ সকালে সিডনিতে তাঁর জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল ৮৯ বছর। ১৯৫৭ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত তিনি ৬২টি টেষ্ট ও দুটি একদিনের ম্যাচ খেলেছেন।টেষ্টে ৪ হাজার ৮৬৯ রান ও ৭১ টি উইকেট নিয়েছেন। তিনি ১০টি শতরান, দুটি দ্বিশতরান, একটি ত্রিশতরান করেছেন।অধিনায়ক হিসাবে ১০ টি শতরান রয়েছে। তিনি অস্ট্রেলিয়া দলের কোচের দায়িত্ব পালন করেছেন। বব সিম্পসনের মৃত্যুতে ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে।
Site Admin | August 16, 2025 9:57 PM
অষ্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কোচ বব সিম্পসন প্রয়াত
