মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

February 6, 2025 5:16 PM

printer

অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মোট চার লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব।

অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মোট চার লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে আজ নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সমাপ্তি ভাষণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। তিনি জানান দুদিনের এই বাণিজ্য সম্মেলন দারুন সফল। কুড়িটি দেশ থেকে পাঁচ হাজারের বেশি প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনের দু’দিনে সরকার এবং বিভিন্ন সংস্থার মধ্যে ১২০০ র বেশি মউ এবং অভিপ্রায় পত্র স্বাক্ষরিত হয়েছে। সম্মেলনে অংশ নেওয়া সব প্রতিনিধিদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাই আগামী দিনে বিনিয়োগের নতুন গন্তব্য। তিন জানান, উত্তর ২৪ পরগনার অশোকনগরের খনিজ তেল ও গ্যাস উত্তোলনের জন্য ভারতের তেল এবং প্রাকৃতিক গ্যাস নিগম  = ওএনজিসিকে এক টাকার বিনিময়ে ৫০ একর জমি দেওয়া হচ্ছে। ডেউচা পাচামি খনি প্রকল্প আজ থেকে ব্যাসল্ট উত্তোলনের কাজ শুরু হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে মূলত ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিনিয়োগ প্রসঙ্গে একাধিক বৈঠকে দীর্ঘ আলোচনা চলে। আন্তর্জাতিক বিনিয়োগ প্রসঙ্গে বিভিন্ন দেশের বিনিয়োগকারিদের সঙ্গে কথা বলেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী নিজে সম্মেলনে যোগ দেওয়া পাঁচটি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।