October 5, 2025 1:45 PM

printer

অল্প সময়ের ঝড়ে গতকাল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের একাংশ লন্ডভন্ড হয়ে গেছে

অল্প সময়ের ঝড়ে গতকাল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের একাংশ লন্ডভন্ড হয়ে গেছে। ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর ভেঙে পড়ে আলোকসজ্জার তোরণদ্বার। শহরের পাওয়ার হাউস এলাকায় পুজো উপলক্ষে তৈরি বাঁশের গেটটি ভেঙে পড়লে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী বাস। একাধিক এলাকায় ঝড়বৃষ্টিতে গাছ ভেঙে পড়ে। জল জমে যায়র বিভিন্ন এলাকায়।

পুরুলিয়ার বরাবাজার থানার ভিখারি চেলিয়ামা গ্রামে দেওয়াল চাপা পড়ে মা ও মেয়ে গুরপুতর।