অলিম্পিক জ্যাভলিন চ্যাম্পিয়ান নীরজ চোপড়া সুইত্জারল্যান্ডের জুরিকে ডায়মন্ড লীগে তার দ্বিতীয় স্থান নিশ্চিত করেছেন। জ্যাভলিন থ্রোয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতায় টানা ২৬ বার তিনি শীর্ষের দ্বিতীয় স্থান ধরে রাখলেন। গতবারের চ্যাম্পিয়ান নীরজ প্রথমবারে ৮৪ দশমিক ৩/৫ মিটার এবং দ্বিতীয়বারের চেষ্টায় ৮৪ মিটার দূরত্বে বর্ষা নিক্ষেপ করেন। তবে চূড়ান্ত তথা ষষ্ঠবারে ৮৫ দশমিক ১/০ মিটার দূরত্ব অতিক্রম করার পর তিনি দ্বিতীয় স্থানে উঠে আসেন। জার্মানির জুলিয়ান ওয়েবার তাঁর দ্বিতীয়বার নিক্ষেপে ৯১ দশমিক ৫/১ মিটার দূরত্ব অতিক্রমের পর প্রথম স্থান নিশ্চিত করেন।
Site Admin | August 29, 2025 9:18 AM
অলিম্পিক জ্যাভলিন চ্যাম্পিয়ান নীরজ চোপড়া সুইত্জারল্যান্ডের জুরিকে ডায়মন্ড লীগে তার দ্বিতীয় স্থান নিশ্চিত করেছেন
