অলিম্পিকে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া গতকাল সন্ধ্যায় বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত নীরজ চোপড়া ক্লাসিক ২০২৫-এর উদ্বোধনী সংস্করণে সোনা জিতেছেন। তিনি ৮৬ দশমিক ১/৮ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ ক’রে প্রথম স্থান নিশ্চিত করেন।
কেনিয়ার জুলিয়াস ইয়েগো ৮৪ দশমিক ৫/১ মিটার জ্যাভলিন নিক্ষেপ ক’রে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার ক’রে রূপো জয় করেছেন। শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগে ৮৪ দশমিক ৩/৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে তৃতীয় স্থান অর্জন করেছেন।