August 13, 2025 1:38 PM

printer

অলিম্পিকে দু’বার পদকজয়ী সুশীল কুমারের জামিন আজ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

অলিম্পিকে দু’বার পদকজয়ী সুশীল কুমারের জামিন আজ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে, সুশীলের জামিন মঞ্জুর করেছিল দিল্লি হাইকোর্ট। সেই নির্দেশ খারিজ করে এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল ও প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে হবে সুশীল কুমারকে।
জুনিয়র ন্যাশনাল রেসলিং চ্যাম্পিয়ন সাগর ধনকড়ের খুনের ঘটনায় মূল অভিযুক্ত সুশীল কুমার।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।