December 16, 2025 9:08 AM

printer

অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকের এবং চলতি বছরের আই এস এস এফ বিশ্বকাপ ফাইনালে স্বর্ণ পদকজয়ী সিমরানপ্রীন কৌর ব্রার আজ ৬৮ তম জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়ানশিপে সোনা জিতেছেন

অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকের এবং চলতি বছরের আই এস এস এফ বিশ্বকাপ ফাইনালে স্বর্ণ পদকজয়ী সিমরানপ্রীন কৌর ব্রার আজ ৬৮ তম জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়ানশিপে সোনা জিতেছেন। নতুন দিল্লীর কার্নি সিং শ্যুটিং রেঞ্জে আয়োজিত এই প্রতিযোগিতায় মনু ভাকের মহিলাদের ২৫ মিটার স্পোর্টস পিস্তলে এবং সিমরনপ্রীত মহিলাদের ২৫ মিটার স্পোর্টস পিস্তলের জুনিয়ার বিভাগে স্বর্ণ পদক পেয়েছেন।
ফাইনালে মনু ৩৬ টি শটে সোনা নিশ্চিত করেছেন। ওই বিভাগে দিব্যা টি এস রূপো এবং অঞ্জলি চৌধুরী ব্রোঞ্জ পেয়েছেন।
সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।