অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বলেছেন, GST কাউন্সিল, GST নথিভুক্তকরণ পদ্ধতি সরল করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সহজে এবং স্বচ্ছতার সঙ্গে তা’ নথিভুক্ত করা সম্ভব হবে। আজ গাজিয়াবাদে নতুন CGST ভবনের উদ্বোধন করে তিনি বলেন, অপ্রত্যক্ষ করের কেন্দ্রীয় পর্ষদ-CBIC এবং CGST-কে পদ্ধতির পুনর্নবিকরণ করার জন্য কয়েকটি নতুন পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর ফলে কর সংস্কার প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে আসবে। মন্ত্রী আরো বলেন, দেশের বিভিন্ন প্রান্তের GST সেবা কেন্দ্রগুলিকে আরো বেশী করে করদাতামুখী করে তোলার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শ্রীমতী সীতারামণ বলেন, নতুন GST নথিভক্তকরণ পদ্ধতি আগামী মাসের পয়লা তারিখ থেকে কার্যকর হবে। এই পদ্ধতিতে আবেদন করার মাত্র তিনটি কাজের দিনের মধ্যে ব্যবসায়ীরা নাম নথিভুক্ত করতে পারবেন। তবে এই পদ্ধতি শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, যাদের আউটপুট ট্যাক্স লায়বেলিটি মাসে ২’লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে। মন্ত্রী জানান, হিসেব কষে দেখা গেছে, নতুন এই সরলীকৃত পদ্ধতির ফলে ৯৬ শতাংশ নতুন আবেদনকারীর উপকৃত হওয়ার সম্ভাবনা।
 
									 
		 
									 
									 
									