অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে নগরোন্নয়ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে দ্বাদশতম প্রাক বাজেট আলোচনা সভায় সভাপতিত্ব করেন। ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। আবাসন ও শহরাঞ্চল বিষয়ক মন্ত্রকের সচিব, ভারত সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা এবং অর্থ মন্ত্রকের পদস্থ আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে শ্রীমতী সীতারামন আজ পরিকাঠামো এবং শক্তি ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়েও ১১ তম প্রাক বাজেট নিয়ে আলোচনা করেন। বৈঠকে কেন্দ্রীয় সরকারেরে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা সহ রেল,সড়ক, পরিবহন ও মহাসড়ক,বিদ্যুত মন্ত্রকের সচিব অংশ নেন।