অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ নতুন দিল্লিতে ট্রেড ইউনিয়ন এবং বেশকিছু শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দশম প্রাক্ বাজেট পরামর্শ সভায় সভাপতিত্ব করেন। আসন্ন ২০২৬-২৭ সালে বাজেটের প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় উপস্হিত ছিলেন, অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, শ্রম মন্ত্রকের সচিব এবং সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা।
এর আগে শ্রীমতী সীতারমণ পর্যটন ও আতিথেয়তা ক্ষেত্রে বিশেষজ্ঞ এবং অংশীদারদের সঙ্গে সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, অর্থ মন্ত্রক প্রতি বছর শিল্পপতি, ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ এবং রাজ্য কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি প্রাক বাজেট পরামর্শ সভা পরিচালনা করে থাকে।