অর্থনীতি বিষয়ক টাস্ক ফোর্স FATF পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছে, ২০২২ এর অক্টোবরে ধূসর তালিকা থেকে সেদেশের নাম বাদ দেওয়া, অর্থ তছরূপ বা সন্ত্রাসবাদে অর্থ জোগানোর অধিকার দেয় না। ফ্রান্সে এক সাংবাদিক সম্মেলনে FATF এর সভাপতি এলিসা দে আন্দা মাদ্রাজো বলেছেন, পাকিস্তান সহ অন্যান্য দেশের উচিৎ অপরাধ চিহ্নিতকরণ ও তার মোকাবিলায় উদ্যোগী হওয়া। জৈশ ই মহম্মদ জঙ্গীগোষ্ঠী, সন্ত্রাসবাদী শিবিরগুলি চালানোর জন্য ডিজিটাল ওয়ালেট ব্যবহার করছে বলে রিপোর্ট আসার পরই FATF এর সভাপতির এই মন্তব্য।
Site Admin | October 25, 2025 11:24 AM
অর্থনীতি বিষয়ক টাস্ক ফোর্স FATF পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছে, ২০২২ এর অক্টোবরে ধূসর তালিকা থেকে সেদেশের নাম বাদ দেওয়া, অর্থ তছরূপ বা সন্ত্রাসবাদে অর্থ জোগানোর অধিকার দেয় না।