অর্জুন দত্ত পরিচালিত কাহিনী চিত্র“ ডিপ ফ্রিজ “এবার জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে। সম্প্রতি ৭১ তম চলচ্চিত্রের জাতীয় পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করা হয়। বিবাহ বিচ্ছেদের পর প্রাক্তন স্বামী-স্ত্রীর মধ্যকার টানাপোড়েন এ ছবির মূল উপজীব্য। ছবির নির্মাণ পর্বের মধ্যেই মায়ের মৃত্যু হওয়ায় এই পুরস্কার, পরিচালক তাঁর মায়ের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।
Site Admin | August 6, 2025 12:48 PM
অর্জুন দত্ত পরিচালিত কাহিনী চিত্র“ ডিপ ফ্রিজ “এবার জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে।
