অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলে বিদেশ মন্ত্রক ষ্পষ্ট জানিয়েছে। চীন অস্বীকার করলেও এই বাস্তবতার কোনো পরিবর্তন হবেনা বলেও ভারত জানিয়েছে। আজ নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিস্থিলতা বজায় রাখা ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক উন্নয়নের পূর্ব শর্ত। অরুণাচল প্রদেশের এক ভারতীয় নাগরিককে নিয়ে চীনের স্বেচ্ছাচারী পদক্ষেপ, দ্বিপাক্ষিক সম্পর্ককে স্বাভাবিক করার পথে বাধা সৃষ্টি করছে বলেও তিনি জানিয়েছেন।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ সম্পর্কে শ্রী জয়সওয়াল বলেন, সরকার এ বিষয়ে আইনগত দিকগুলি খতিয়ে দেখছে। ভারত, বাংলাদেশের মানুষের কল্যাণের প্রতি দায়বদ্ধ বলেও বিদেশ মুখপাত্র জানিয়েছেন।
রাম মন্দিরে ধ্বজা উত্তোলন নিয়ে পাকিস্তানের সাম্প্রতিক মন্তব্যে ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং প্রতিবেশী দেশ যাতে আদর্শগত দিক দিয়ে কোন বক্তব্য না রাখে তার ওপর ভারত জোর দিয়েছে। নতুন দিল্লিতে আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল এই বিষয়ে পাকিস্তানের করা মন্তব্যকে খারিজ করে দেন। তিনি বলেন, পাকিস্তান এমন একটি দেশ যেখানে সংখ্যালঘুদের ওপর দমন , অত্যাচার এবং ধর্মান্ধতার বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। তিনি সে দেশকে নিজেদের কাজের দিকে নজর দিতে এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টির উপর গুরুত্ব দিতে বলেছেন।