অরণ্য ধ্বংসের কারণে কারনে গত ২০ বছরে ক্রান্তীয় অঞ্চলে তাপপ্রবাহ জনিত রোগ ব্যধিতে ৫ লক্ষের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গবেষণায় উঠে এসেছে আমাজন, কঙ্গো এবং দক্ষিন-পূর্ব এশিয়ায় অরণ্য ধ্বংসের কারণে বৃষ্টির পরিমাণ যেমন কমেছে তেমনই দাবানলের আশঙ্কাও বৃদ্ধি পাচ্ছে। ২০০১ থেকে ২০২০ সালের মধ্যে সাড়ে ৩৪ কোটি মানুষ উষ্ণায়নের ফলে প্রভাবিত হয়েছেন বলে রিপোর্টে প্রকাশ। তাপমাত্রা বৃদ্ধির কারণে স্থানীয়ভাবে বছরে ২৮ হাজার ৩৩০ জনের মৃত্যু হয়। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হলো দক্ষিন-পূর্ব এশিয়া।