অযোধ্যার শ্রী রামজন্মভূমি মন্দির তৈরিতে তিন হাজার কোটির বেশি টাকা দান করেছেন ভক্তরা। এই মন্দির তৈরিতে প্রায় ১৮০০ কোটি টাকা খরচ হবে জানিয়েছে মন্দির কমিটি। এই বছরের শেষে এই মন্দির তৈরি সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। মন্দির ট্রাস্টের চেয়ারম্যান নিপেন্দ্র মিশ্র বলেন, নভেম্বরের ২৫ তারিখ প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী নব নির্মিত মন্দিরে ত্রিকোণ আকৃতির ১১ ফুট চওড়া ও ২১ ফুট লম্বা গেরুয়া ধ্বজা উত্তোলন করবেন।
Site Admin | October 30, 2025 9:05 AM
অযোধ্যার শ্রী রামজন্মভূমি মন্দির তৈরিতে তিন হাজার কোটির বেশি টাকা দান করেছেন ভক্তরা।