অযোধ্যায় শ্রীরাম মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে চার কিলোমিটার দীর্ঘ সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। মন্দিরের নিরাপত্তা সম্পূর্ণ দূর্ভেদ্য হবে বলে শ্রী রাম মন্দির নির্মাণ সমিতির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন। তিনি বলেন, মন্দির প্রাঙ্গণ ঘিরে আধুনিক যন্ত্রপাতি বসানো হচ্ছে, যাতে মন্দিরের নিরাপত্তা ও নজরদারি জোরদার হয়। মন্দির কমপ্লেক্সের নিরাপত্তার জন্য চারটি ওয়াচ টাওয়ার তৈরি করা হবে। নির্মাণকাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮০ থেকে ৯০ কোটি টাকা।
Site Admin | January 5, 2026 11:37 AM
অযোধ্যায় শ্রীরাম মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে চার কিলোমিটার দীর্ঘ সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে।