অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। গতসন্ধ্যায় কমিশনের ওয়েবসাইটে এক হাজার ৮০৪ জন শিক্ষক-শিক্ষিকার নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, শনিবার ওই তালিকা প্রকাশ করা হবে।
এই প্রসঙ্গে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মন্ডল বলেন, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের নামের তালিকা প্রকাশিত হয়ে গেল। কোন্ কোন্ নেতাদের টাকা দিয়েছেন এবার সেই তালিকা তাদেরই সামনে আনা উচিত। অন্যদিকে চাকরি বাঁচানোর দাবিতে অযোগ্যদের এই তালিকা নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন যোগ্য শিক্ষকদের আরেকটি সংগঠনের নেতা সুমন বিশ্বাস।