অমৃত সরোবর মিশনের অধীনে ৬৮ হাজারেরও বেশি জলাশয় তৈরি হয়েছে বলে সরকার জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২২-এর এপ্রিলে এই প্রকল্পের সূচনা করেন। এর লক্ষ্য হল প্রতিটি জেলায় ৭৫টি অমৃত সরোবর নির্মাণ বা সংস্কার করা। গ্রামোন্নয়ন মন্ত্রক চলতি সপ্তাহে নতুন দিল্লিতে অমৃত সরোবর নিয়ে একটি জাতীয় কর্মশিবিরের আয়োজন করে। এর উদ্দেশ্য হল মিশনের বিভিন্ন কারিগরি দিক এবং অমৃত সরোবরগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা। অনুষ্ঠানে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।
Site Admin | September 13, 2025 9:54 PM
অমৃত সরোবর মিশনের অধীনে ৬৮ হাজারেরও বেশি জলাশয় তৈরি হয়েছে বলে সরকার জানিয়েছে।
