অমৃতসর পুলিশ পোস্ট গ্রেনেড হামলা মামলার প্রেক্ষিতে, জাতীয় তদন্ত সংস্থা (এন আই এ) পাঞ্জাব ও হরিয়ানার একাধিক স্থানে গতকাল তল্লাশি চালিয়েছে। বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (বি কে আই) সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে এই হামলার যোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে এন আই এ। উল্লেখ্য, নিষিদ্ধ বিকেআই-এর বিদেশ-ভিত্তিক অপারেটর হ্যাপি প্যাসিয়ান এই হামলার দায় স্বীকার করেছেন।
এক বিবৃতিতে, এনআইএ জানিয়েছে, গতকাল পাঞ্জাবের অমৃতসর, তরণ তারান, ফিরোজপুর, পাঠানকোট, কাপুরথলা এবং রূপনগর জেলা এবং হরিয়ানার সিরসায় মোট ১৫টি স্থানে তল্লাশি চালানো হয়েছে।
তল্লাশি চলাকালীন, মোবাইল ফোন, ডিজিটাল ডিভাইস এবং নথি সহ বেশ কিছু প্রামাণ্য তথ্য বাজেয়াপ্ত করা হয়েছে। বি কে আই সন্ত্রাসবাদী সিন্ডিকেটের সঙ্গে সম্পর্কিত বিশদ সূত্রের জন্য এগুলি পরীক্ষা করা হচ্ছে।
এনআইএ আরও জানিয়েছে, তদন্তে জানা গেছে, সন্ত্রাসবাদী হামলার জন্য আর্থিক সহযোগিতার পাশাপাশি সারওয়ান সিং, অপরাধীবাগ্গা সিং এবং মনদীপ সিংকে গ্রেনেড সরবরাহ করেছিল। বাগ্গাকে এই বছরের ফেব্রুয়ারিতে পাঞ্জাব পুলিশ গ্রেপ্তার করেছিল। তবে মনদীপ সিং এখনও পলাতক।