অমরনাথ যাত্রায় এ বছর অংশগ্রহণকারী তীর্থযাত্রীর সংখ্যা গতকাল দুই লক্ষ ছাড়িয়ে গেছে। গতকাল দক্ষিণ কাশ্মীর হিমালয়ের পবিত্র অমরনাথ গুহায় সতেরো হাজারেরও বেশি পুণ্যার্থী শিবলিঙ্গ দর্শন করেছেন। যার ফলে মোট তীর্থযাত্রীর সংখ্যা ২ লক্ষ ৬৩ জনে দাঁড়িয়েছে। সূত্রের খবর, তীর্থযাত্রীদের মধ্যে ১২,২১০ জন পুরুষ, ৪,২০২ জন মহিলা, ২৬৪ জন শিশু, ১০৩ জন সাধু, ১৮ জন সাধ্বী, ছয়জন রূপান্তরকামী এবং ৫১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। এই বার্ষিক তীর্থযাত্রা ৩ জুলাই শুরু হয়ে ৯ আগস্ট শেষ হবে।
Site Admin | July 14, 2025 11:56 AM
অমরনাথ যাত্রায় এ বছর তীর্থযাত্রীর সংখ্যা দুই লক্ষ ছাড়িয়ে গেছে
