মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 15, 2025 1:31 PM

printer

অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন শুরু হয়েছে

অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন গতকাল থেকে শুরু হয়েছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, তীর্থযাত্রীরা শ্রী অমরনাথ জী শ্রাইন বোর্ডের ওয়েবসাইট,  jksasb.nic.in-এ গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়াও সারা দেশে ৫৪০টি নির্ধারিত ব্যাঙ্কের শাখা, পঞ্চায়েত ভবন, বৈষ্ণবীধাম এবং মহাজন হল থেকেও রেজিস্ট্রেশন করা যাবে। অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন এবং শারীরিক সক্ষমতার সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রীদের সংখ্যা সীমিত রাখতে দৈনিক ১৫ হাজারের বেশি তীর্থযাত্রীকে যাত্রায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

এবছরের তেসরা জুলাই অনন্তনাগ জেলার পহেলগাঁও এবং গান্দেরওয়াল জেলার বালতাল থেকে যাত্রা শুরু হবে।