মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 2, 2025 1:52 PM

printer

অমরনাথের উদ্দেশ্যে তীর্থ যাত্রীদের প্রথম দল আজ ভগবতী নগরের যাত্রী নিবাস বেসক্যাম্প থেকে যাত্রা শুরু করল

অমরনাথের উদ্দেশ্যে তীর্থ যাত্রীদের প্রথম দল আজ ভগবতী নগরের যাত্রী নিবাস বেসক্যাম্প থেকে যাত্রা শুরু করল। জম্মু কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিনহা আজ সকালে এই যাত্রার শুভ সংকেত দেন। প্রায় ৬ হাজার তীর্থযাত্রী এবারের অমরনাথ যাত্রায় অংশ নিচ্ছেন। এদের মধ্যে আড়াই হাজার যাত্রী বালতালের রাস্তা দিয়ে যাবেন, অন্যদিকে বাকিরা অনন্তনাগের দীর্ঘতম রাস্তা দিয়ে অমরনাথ পৌঁছাবেন। প্রায় চার হাজার মিটার উচ্চতার অমরনাথের উদ্দেশ্যে  ৩৮ দিন ব্যাপী এই যাত্রা আনুষ্ঠানিক ভাবে আগামীকাল থেকে শুরু হবে। অনন্তনাগের ৪৮ কিলোমিটারের প্রাচীন ও দীর্ঘ পথ ও  তুলনামূলক কম রাস্তার ১৪ কিলোমিটারের বালতালের রাস্তা দিয়ে তীর্থযাত্রীরা অমরনাথের দিকে এগোবেন। এই যাত্রা   আগামী মাসের ৯ তারিখ শ্রাবণ পূর্ণিমার দিন শেষ হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।