মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 8, 2025 10:25 AM

printer

অভয়ার বিচার চেয়ে আন্দোলনকারী তিন চিকিৎসককে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে।

অভয়ার বিচার চেয়ে আন্দোলনকারী তিন চিকিৎসককে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে। আশফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদার, অর্ণব মুখোপাধ্যায় নামে ওই তিন চিকিৎসককে আগামীকাল থেকে ১১’ই সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন দিনে তলব করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। অনুমতি না নিয়ে গত বছর ১৪’ই অক্টোবর তাঁরা আইনভঙ্গ করে মিছিল করেছিলেন বলে পুলিশ জানিয়েছে। সে বিষয়ে ব্যাখ্যা চাইতেই এই তলব বলে জানা গেছে।

 সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্যই চিকিৎসকদের হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের নেত্রী লকেট চ্যাটার্জি গতকাল সাংবাদিকদের কাছে এই কথা বলেন।

চিকিৎসকদের হেনস্থার প্রতিবাদ করেছে CPIM’ও। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, তৃণমূল কংগ্রেস সরকার, অপরাধীদের পাশে দাঁড়িয়েছে।