অবিলম্বে অভিবাসীদের ফেরত না নিলে ভেনিজুয়েলার বিরুদ্ধে অপরিমেয় পরিণামের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোশাল মিডিয়ায় এক বিবৃতিতে ট্রাম্পে এ কথা জানিয়েছেন। সম্প্রতি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কাছে ভেনিজুয়েলার একটি মাদক বোঝাই জলযানকে চিহ্নিত করে নষ্ট করে দিয়েছে মার্কিন সেনা। এই ঘটনায় ৩ মাদক পাচারকারীর মৃত্যু হয়েছে বলে ট্রাম্পের দাবী। এদিকে, ভেনিজুয়েলা অভিযোগ করেছে যে আমেরিকা তাদের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ শুরু করেছে। গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত দেশটির একাধিক জাহাজে হামলা চালিয়ে মার্কিন সেনারা অন্তত ১৭ জনকে হত্যা করেছে বলে ভেনিজুয়েলা প্রশাসনের অভিযোগ। বিষয়টি নিয়ে তারা রাষ্ট্রসংঘের হস্তক্ষেপেরও দাবী জানিয়েছে। এদিকে, আমেরিকা পুয়ের্তো রিকোর কাছাকাছি সমুদ্রে সমরসম্ভার বাড়িয়েছে।
Site Admin | September 21, 2025 1:53 PM
অবিলম্বে অভিবাসীদের ফেরত না নিলে ভেনিজুয়েলার বিরুদ্ধে অপরিমেয় পরিণামের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি
