অপারেশন সিন্ধু অভিযানের আওতায় এক বিশেষ বিমানে মাশহাদ থেকে ২৯০ জন ভারতীয় এবং এক শ্রীলঙ্কার নাগরিককে গত সন্ধ্যায় নতুন দিল্লী নিয়ে আসা হয়েছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, এখনো পর্যন্ত ইরাণ থেকে ২ হাজার ৩ জন ভারতীয়কে দেশে ফেরানো হলো। আম্মান ও জর্ডন থেকে ১৬১ জনের প্রথম দলটি আজ দিল্লী পৌঁছাবে। ইজরায়েল থেকে উদ্ধার করে এদেরকে সড়ক পথে আম্মান নিয়ে আসা হয়।
উল্লেখ্য, ইজরায়েল ও ইরাণের মধ্যে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে সরকার ইজরায়েল থেকে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনছে। সড়কপথে ইজরায়েল সীমান্ত পেরোনোর পর আকাশপথে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। তেল আভিভে ভারতীয় দূতাবাস এ জন্য যাবতীয় বন্দোবস্ত করেছে। যারা ইজরায়েল ছাড়ছে ইচ্ছুক তাদের ভারতীয় দূতাবাসে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে।