মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 24, 2025 7:29 AM

printer

অপারেশন সিন্ধু অভিযানের আওতায় এক বিশেষ বিমানে মাশহাদ থেকে ২৯০ জন ভারতীয় এবং এক শ্রীলঙ্কার নাগরিককে  গত সন্ধ্যায় নতুন দিল্লী নিয়ে আসা হয়েছে।

অপারেশন সিন্ধু অভিযানের আওতায় এক বিশেষ বিমানে মাশহাদ থেকে ২৯০ জন ভারতীয় এবং এক শ্রীলঙ্কার নাগরিককে  গত সন্ধ্যায় নতুন দিল্লী নিয়ে আসা হয়েছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, এখনো পর্যন্ত ইরাণ থেকে ২ হাজার ৩ জন ভারতীয়কে দেশে ফেরানো হলো। আম্মান ও জর্ডন থেকে ১৬১ জনের প্রথম দলটি আজ  দিল্লী পৌঁছাবে। ইজরায়েল থেকে উদ্ধার করে এদেরকে সড়ক পথে আম্মান নিয়ে আসা হয়।  

 উল্লেখ্য, ইজরায়েল ও ইরাণের মধ্যে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে সরকার ইজরায়েল থেকে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনছে। সড়কপথে ইজরায়েল সীমান্ত পেরোনোর পর আকাশপথে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। তেল আভিভে ভারতীয় দূতাবাস এ জন্য যাবতীয় বন্দোবস্ত করেছে। যারা ইজরায়েল ছাড়ছে ইচ্ছুক তাদের ভারতীয় দূতাবাসে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে।