মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 22, 2025 9:32 AM

printer

অপারেশন সিন্ধুর আওতায় এ পর্যন্ত ইরান থেকে ১ হাজার ১১৭ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

অপারেশন সিন্ধুর আওতায় এ পর্যন্ত ইরান থেকে ১ হাজার ১১৭ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে গতরাতে ২৯০ জন ভারতীয় ইরান থেকে বিশেষ উড়ানে নতুন দিল্লি ফিরেছেন। এর আগে ৩১০ জন ভারতীয় ইরান থেকে ভারতে আসেন।

এদিকে নেপাল এবং শ্রীলংকা সংঘর্ষ দীর্ণ ইরান থেকে তাদের নাগরিকদের দেশে ফিরতে সহায়তা করার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। নেপালের বিদেশ মন্ত্রী আরজু রানা দেউবা এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন নেপাল ভারত মজবুত সম্পর্কের দিকটি আরো একবার অপারেশন সিন্ধুর মাধ্যমে আরও একবার প্রতিফলিত হয়েছে।

শ্রীলংকার বিদেশমন্ত্রী এক সোশ্যাল মিডিয়া পোস্টে ইরানে আটক সে দেশের নাগরিকদের দ্রুত উদ্ধারের জন্য ভারত সরকার এর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন।