অপারেশন সিন্ধুর অধীনে ভারত সরকার ইজরায়েলে আটকে পড়া দেশের নাগরিকদের ফিরিয়ে আনতেও উদ্যোগী হয়েছে। এক বিবৃতিতে আজ বিদেশ্মন্ত্রক জানিয়েছে, যারা এই মুহুর্তে ইজরায়েল ছাড়তে চাইছেন তাদের প্রথমে সড়ক পথে সীমান্ত পেরোনোর ব্যবস্থা করা হবে। সীমান্ত পার হবার পর আকাশ পথে ফেরানো হবে ভারতে। তেল আভিভে ভারতীয় দূতাবাস এজন্য যাবতীয় বন্দোবস্ত করছে । ইচ্ছুক নাগরিকদের www.indembassyisrael.gov.in/indian_national_reg -এ নিজেদের নাম নথিভুক্ত করতে আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে তেল আভিভে খোলা হয়েছে একটি ২৪ ঘন্টার কন্ট্রোল রুম।
নম্বর 972 54-7520711 এবং 972 54-3278392
মন্ত্রক, ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ইজরায়েল প্রশাসনের তরফে জারি করা নির্দেশিকা মেনে চলার আবেদন জানিয়েছে।