অপারেশন সিন্দুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে প্রবীণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে মন্তব্য করেছেন বিজেপি তার সমালোচনা করেছে। প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার সময় শ্রী গান্ধী যে ভাষা প্রয়োগ করেছেন, বিজেপি তার প্রতিবাদ জানিয়েছে। আজ নতুন দিল্লিতে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া এক সাংবাদিক সম্মেলনে বলেন, ভারতের সন্ত্রাস বিরোধী অভিযানে সাফল্যের পর যখন ১৪০ কোটি দেশবাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের পেছনে রয়েছে এবং সারা বিশ্ব তার প্রশংসা করছে, সেই সময় রাহুল গান্ধী এধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। শ্রী গান্ধীকে দোষারোপ করে বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনীর সবাই যখন প্রশংসা করছে সে সময় তিনি বাহিনীর মনোবল নষ্ট করেছেন। পাকিস্তানের মিডিয়া, শ্রী গান্ধীর এই মন্তব্যকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।
Site Admin | May 23, 2025 7:08 PM
অপারেশন সিন্দুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে প্রবীণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে মন্তব্য করেছেন বিজেপি তার সমালোচনা করেছে।
