অপারেশন সিন্দুর নিয়ে কংগ্রেস নেতা পি চিদাম্বরমের মন্তব্যের সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। আজ সংসদের বাইরে শ্রীযোশী বলেছেন, চিদাম্বরমের বোঝা উচিত এই ধরনের মন্তব্যে পাকিস্তানকে উৎসাহিত করবে।
অন্য দিকে, বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর ভারতীয় সেনার সাহসীকতা নিয়ে প্রশ্ন তোলায় কংগ্রেসকে আক্রমণ করেছেন। চিদাম্বরমের মন্তব্যের প্রেক্ষিতে সংসদের বাইরে বিজেপি সাংসদ বলেছেন, দেশকে রক্ষা করার জন্য সেনা যখন পদক্ষেপ করে, তখনও প্রমাণ খোঁজে কংগ্রেস।
বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডিও চিদাম্বরমের মন্তব্যের নিন্দায় সরব হয়েছেন। সংসদের বাইরে আকাশবাণীকে শ্রীরুডি বলেছেন, অপারেশন সিন্দুর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের প্রতিফলন।