অপারেশন সিন্দুরের সাফল্য এবং সন্ত্রাসবাদ নির্মূলে ভারতের পদক্ষেপের কূটনৈতিক প্রচারের অঙ্গ হিসাবে তিনদিনের সৌদি আরব সফর গতকাল শেষ হয়েছে। বিজেপি সাংসদ বৈজয়ন্ত পাণ্ডের নেতৃত্বে এই কূটনৈতিক মিশন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় পদক্ষেপের ওপর গুরুত্ব দেয়। প্রতিনিধি দল পাকিস্তানের সীমান্ত সন্ত্রাসের তীব্র প্রতিবাদ ক’রে সৌদি থিংক ট্যাঙ্ক এবং ভারতীয় প্রবাসীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে। প্রতিনিধি দলের সদস্যরা ২২শে এপ্রিলের পহেলগাঁও হামলার কথা উল্লেখ ক’রে অপারেশন সিন্দুরের কারণ ব্যাখ্যা করেন।এরপর তাঁরা রিয়াধে উপসাগরীয় গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান, ডক্টর আবদুল আজিজ সাগের সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করেন।
Site Admin | May 30, 2025 1:03 PM
অপারেশন সিন্দুরের সাফল্য এবং সন্ত্রাসবাদ নির্মূলে ভারতের পদক্ষেপের কূটনৈতিক প্রচারের অঙ্গ হিসাবে তিনদিনের সৌদি আরব সফর গতকাল শেষ হয়েছে।
