May 25, 2025 9:37 PM

printer

অপারেশন সিন্দুরের সাফল্যে, আজ উত্তর ২৪ পরগণা ও মেদিনীপুরে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়

অপারেশন সিন্দুরের সাফল্যে দেশে বীর সেনানীদের সম্মান জানাতে বিজেপির তরফে আজ উত্তর ২৪ পরগণার ভাটপাড়ায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলের নেতা অর্জুন সিং, কৌস্তব বাগচী, শীলভদ্র দত্ত , তাপস রায় প্রমুখ। জগদ্দল অকল্যান্ড জুট মিল মাঠ থেকে শুরু হয়ে ভাটপাড়া মোড়ে মিছিল শেষ হয়।

এদিকে, সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে মেদিনীপুর শহরে আজ বিকেলে  তিরঙ্গা যাত্রায় পা মেলান সাধারণ মানুষ।