মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 17, 2025 5:21 PM

printer

অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে এবং সীমান্তপারের সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের কঠোর অবস্থান আন্তর্জাতিক মঞ্চে আরও জোরদারভাবে তুলে ধরতে সাতটি সর্বদলীয় প্রতিনিধি দল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সদস্য-সহ একাধিক গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র সফরে যাচ্ছে।

অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে এবং সীমান্তপারের সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের কঠোর অবস্থান আন্তর্জাতিক মঞ্চে আরও জোরদারভাবে তুলে ধরতে সাতটি সর্বদলীয় প্রতিনিধি দল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সদস্য-সহ একাধিক গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র সফরে যাচ্ছে। প্রতিটি দলে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ, কূটনীতিক এবং অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকবেন। প্রতিনিধি দলগুলিকে নেতৃত্ব দেবেন  কংগ্রেসের শশী থারুর, বিজেপির রবি শঙ্কর প্রসাদ ও বৈজয়ন্ত পাণ্ডা, জেডিইউ-র সঞ্জয় কুমার ঝা, ডিএমকের কানিমোড়ি করুণানিধি, এনসিপির সুপ্রিয়া সূলে এবং শিবসেনার শ্রীকান্ত একনাথ শিন্ডে।

এই দলগুলি, আন্তর্জাতিক স্তরে, ভারতের জাতীয় ঐকমত্য ও সন্ত্রাসবাদবিরোধী দৃঢ় অবস্থান তুলে ধরবে। যে-কোনও রকম সন্ত্রাসবাদ বিরোধিতায় ভারতের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।