মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 6, 2024 4:11 PM

printer

অন্ধ্রপ্রদেশে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এন ডি আর এফ, বন্যা কবলিত এলাকা থেকে সাড়ে তিনশো জনকে উদ্ধার করেছে

অন্ধ্রপ্রদেশে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এন ডি আর এফ, বন্যা কবলিত এলাকা থেকে সাড়ে তিনশো জনকে উদ্ধার করেছে। সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১৫ হাজার বাসিন্দাকে। তেলেঙ্গানায় ৬৮ জনকে উদ্ধার করেছে বাহিনী এবং সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৩ হাজারের বেশী মানুষকে। দুই রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব সঞ্জীব কুমার জিন্দাল সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন। তিনি বলেন, অন্ধ্রপ্রদেশে ২৬ টি এন ডি আর এফ দল, ৮ টি বায়ু সেনার বিমান এবং তিনটি নৌ বাহিনীর হেলিকপ্টার ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে। । তেলেঙ্গানায় মোতায়েন করা হয়েছে ৭ টি এনডিআরএফের দল। বিলি করা হচ্ছে খাবার এবং প্রয়োজনীয় ওষুধপত্র।
এদিকে, তেলেঙ্গানায় আবহাওয়া দপ্তর পরবর্তী ৫ দিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারী করেছে।